1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Friday, May 1, 2020

নগরের বিভ্রান্ত নাগরিক

                                                                                       ...রাহাত ইবনে মাহবুব 

আমাদের নগরে
আমরা ছিলাম বিভ্রান্ত
এখনো আছি।
সাইবার ক্যাফে আরও ফুড ক্যাফেতে কী ফারাক,
বুঝতাম না
ব্রথেলের দোরগোড়ায় গিয়ে ভাবতাম,
বোধহয় বিশেষ উপাসনালয়
দেখতাম,
কেমন শীতল বুকে ফিরছে লোকেরা!

ট্রাফিক জ্যাম
গাড়ির হর্ণ
লোকাল বাসের ভিড়
উন্মুক্ত ডাস্টবিনের গন্ধ
এসবই ছিল সুখকর!
কারণ– আমরা ছিলাম...।

আসলেই আমাদের নগরে
আমরা ছিলাম বিভ্রান্ত
এখনো আছি।
mahbubrahat1@gmail.com

No comments:

Post a Comment