....শঙ্খদীপ বোস
ভেঙেচুরে রাত
জেগে,
সহস্র আবেগে
তোমারই অপেক্ষায়
আছি প্রতিনিয়ত।
আমার শিরায়
শিরায়
অনুভূত হও তুমি
অলৌকিক বুদবুদের
মতো।
কখনও
ক্লান্তিহীন,
কখনও নিদ্রাহীন,
চলে গেছে
মুহূর্ত কত।
কালো আকাশের
বুকে
খুঁজেছি তোমায়
আমি
কোনো নীল
ধ্রবতারার মতো।
সময়ের গন্ডিতে
থমকে দাঁড়াতে
হবে,
একদিন হতে হবে
মৃত।
হয়তো সেদিনও তুমি
আলোকবর্ষ দূরে
রয়ে যাবে
মরীচিকার মতো।
kkmsdian10@gmail.com

No comments:
Post a Comment