![]() |
ছবি : ইন্টারনেট |
মৃত্যু- দূত
নুজহাত ইসলাম নৌশিন
মলিন দেয়ালের পাশে মরচে ধরা জানালার গ্রীলে একটা খসখসে টিকিটিকি দুঃসাহসীর মতো লাফ দিয়ে আমার সামনে শিকার ধরলো। আমাকে তোয়াক্কাই করলো না, বরং কিছুক্ষণ পর পর তার পাতলা জিভ বের করে বোধহয় আমায় ভেংচিই কাটলো। আমারো রোখ চেপে গেলো, আমি পাল্টা ভেংচি কাটলাম। ভর দুপুরে পাগলামি ছাড়া আর কি, কিন্তু মন যেন কেমন করছে। এরকম তো করার কথা না। আমি সব সময় একা থাকতে চাইতাম। আজ বাসা খালি পেয়েও নির্জন দুপুরে কেমন জানি লাগছে।
কখন ঘুমে চোখ লেগে এসেছিলো কে জানে কিন্তু ঘুম ভাঙার পর মেজাজটা খারাপ হয়ে গেলো। নির্জন বাড়িতে হতচ্ছাড়া টিকটিকটা আবার আমায় ভেংচি দিলো! হাতের কাছে স্কেলটা নিয়ে টিকটিকিটাকে সারা বাড়ি জুড়ে ধাওয়া করতে লাগলাম। এর একটা বিহিত করতেই হবে।
কতক্ষণ সময় এই ভূত দৌড়ে কেটে গেছে জানি না। কিন্তু হুট আবিষ্কার করলাম এই নির্জন বিকেলে আমি ছাদের শেষ প্রান্তে পা ফসকে পড়ে যাচ্ছি এবং শেষ সময়েও টিকটিকটা আমায় ভেংচি দিতে ভুল করলো না। পতন কি ভয়াবহ!
No comments:
Post a Comment