1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Thursday, July 1, 2021

এই শহরে বৃষ্টি নামে

 

ছবি : ইন্টারনেট

এই শহরে বৃষ্টি নামে

পিয়ালী সেনগুপ্ত

আজ অনেকদিন পর মন ভরে বৃষ্টি দেখলাম। সেই কোন‌ ছোটবেলায় শেষবারের মতো এতো মন দিয়ে বৃষ্টির শব্দ শুনেছিলাম। তারপর পড়াশোনা, আর এখন চাকরির ব্যস্ততায় এসবের আর কোনো সময় হয়না। বৃষ্টি দেখার মতো কাজ আমাদের কাছে সময় অপচয় ছাড়া আর কিছু নয়। আজ ভাগ্যিস তরু ফোন করে এই ক্যাফেটেরিয়াতে ডাকলো। তাই তো এতো নিশ্চিন্তে বসে বৃষ্টি উপভোগ করতে পারছি। কলকাতা যে বর্ষাকালে আরো রূপসী হয়ে ওঠে তা এতোদিন অজানাই রয়ে গেছিলো আমার কাছে।‌ "কলকাতা লুকস্ ব্যাপক ইন্ রেইন্"---  সংলাপটা একটা সিনেমায় শোনা।‌ তা যে একদম সত্যি সেটা আজ টের পেলাম। এদিকে তরুর দেখা নেই। বোধহয় বৃষ্টিতে আটকে পরেছে। একদিকে তবে ভালোই হয়েছে। আরো কিছুক্ষন আমি শহরের ভেজা রাস্তা, তাতে হুশ্ করে বেড়িয়ে যাওয়া গাড়িগুলোর হেড লাইটের প্রতিফলন দেখতে পারবো। স্ট্রিট লাইটের আলোতে দেখা ঝিরঝিরে বৃষ্টি একটা মন কেমনের জন্ম দিচ্ছে। মনে মনে ভাবলাম এমন দিনে এই ক্যাফেটেরিয়ায় বসে কফি আর স্ন্যাক্স খাওয়ার বদলে বাড়িতে জমিয়ে খিচুড়ি রান্না করলে ব্যাপারটা জমে যেতো। এইসব ভাবতে ভাবতেই দেখলাম উল্টো দিকের ফুটপাত থেকে রাস্তা পার করে তরু এদিকে আসছে। বৃষ্টির বেগটাও একটু কমেছে। ওকে আসতে দেখে আমি উঠে গিয়ে ক্যাফের গেটে দাঁড়ালাম। তরু এসে জিজ্ঞেস করলো, "কিরে, টেবিল ছেড়ে উঠে এলি কেনো? এরপর কিন্তু অন্য কেউ বসে পরলে আর জায়গা পাবিনা।" আমি হেসে বললাম, "আর জায়গা পেয়ে কাজ নেই। আজ ক্যাফেতে নয়। দুই বন্ধু মিলে জমিয়ে খিচুড়ি রাঁধবো আর ব্যালকনিতে বসে বৃষ্টি দেখতে দেখতে ডিনার সারবো। তাড়াতাড়ি ক্যাব বুক করে আমার ফ্ল্যাটে চল।"

piyalisengupta01@gmail.com
কলকাতা

2 comments:

  1. Khub sundor likhechis.. ❤ touched.. ����

    ReplyDelete
    Replies
    1. ❤️❤️❤️
      অনেক ভালোবাসা❤️

      Delete