![]() |
ছবি : ইন্টারনেট |
যুদ্ধ
সৈয়দা নাহার বিনতে আল্ রাজী
বোমার শব্দে হঠাৎ আসাদের ঘুম ভেঙ্গে গেল। মায়ের কাছে শুনলো কারা যেন দেশ দখল করে নিয়েছে, তাই তাদের এখনই পালাতে হবে। কিন্তু পালাবে কেন? ছোট্ট আসাদের খুব শখ যে সে যুদ্ধ-যুদ্ধ খেলবে, তার প্লাস্টিকের বন্দুক দিয়ে সে শত্রুপক্ষকে হারিয়ে দিবে।
- শোনো ছেলে, যুদ্ধ কোনো খেলা নয়। যুদ্ধ মানে মৃত্যু, যুদ্ধ মানে ধ্বংস।
- তবে শান্তি মানে কী?
- শান্তি মানে সুখ, প্রাণ ভরে বেঁচে থাকা।
- যেখানে পালিয়ে যাব, সেখানে কি সুখ আছে?
- ইস্! এত কথা কিসের? তাড়াতাড়ি জামা-জুতো পরে বেড়িয়ে এসো। তোমার বড়ভাই কতক্ষণ ধরে অপেক্ষা করছে।
আসাদ আর তার মা, কিছুক্ষণ পর তার বড়ভাইয়ের ঘরে গিয়ে দেখে টেবিলের উপর শুধু একটুকরো কাগজ পড়ে আছে। তাতে লেখা-
"মা,
সালাম নিও। উদ্বাস্তু হয়ে জীবন কাটানোর চেয়ে লড়াই করে হেরে যাওয়া ভালো।
এ শহরে আগেও একদল মানুষ অস্ত্র হাতে ঘুরে বেড়াত, কথায়-কথায় ভয় দেখাতো। এখন হয়তো চেহারা বদলেছে। আমরা যদি সবাই পালিয়ে যাই, এভাবে চলতেই থাকবে; আর তা কখনো হতে দেয়া যায় না।
ইতি,
রশিদ"
জীবন যেন বড়ই অসহায়। যুদ্ধ, এখানে সিনেমার রোমাঞ্চকর পটভূমি। শান্তি, মরীচিকার প্রতিচ্ছবি।
No comments:
Post a Comment