1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 6, 2021

হাস


চলচ্চিত্র সমালোচনা

সিনেমার নাম – হাস

ভাষা - ইংরাজী

লেখক – সৌমিক ঘোষ

ম্যাডি ইয়ং একজন মূক ও বধির লেখিকা । ১৩ বছর বয়সে মেনিনজাইটিস রোগে শোনা ও কথা বলার ক্ষমতা চলে গেছে ।‘মিডনাইট মাস’ উপন্যাসের আন্তর্জাতিক সম্মান লাভের পরে তিনি নিউইয়র্ক ছেড়ে চলে যান । তার দ্বিতীয় বই লেখা চলছে । রহস্য রোমাঞ্চ উপন্যাস । তিনি শহরতলির শেষ প্রান্তে জঙ্গলের মধ্যে নির্জন একটি বিশেষ সুরক্ষিত বাড়িতে একা পোষ্য বেড়াল নিয়ে থাকেন । দূরে প্রতিবেশী জন ও তার প্রেমিকা সারা থাকেন । সারা মাঝে মাঝে ইঙ্গিতে বুঝিয়ে গল্প করতে আসে । ল্যাপটপে লেখা চলে । মাঝে ম্যাক্স নামের বান্ধবীর সঙ্গে চ্যাট চলে । শুরু হয় রান্না শেখার অনলাইন অসাফল্য থেকে । সারা গল্প করে ফেরার সময় এক খুনির মুখোমুখি হয় । তাকে ম্যাডির দরজার সামনে এনে বিভৎসভাবে খুন করে । সে বোঝে না যে ম্যাডি শুনতে পায় না । ম্যাডি দেখে ফেলে । তারপর দরজা জানলা বন্ধ করে খুনির থেকে বাঁচার মরীয়া চেষ্টা । মুখোশে ঢাকা খুনীর হাতে আধুনিক ধনুক ও তীর । কোনোভাবে গাড়ির অ্যালার্ম চালিয়ে খুনিকে ব্যস্ত রাখা । খুনি বাড়ির আলো বন্ধ করে দেয় । খুনি চালাকি করে মোবাইল নিয়ে নেয় । দুরে বিশেষ আলোর টর্চ ফেলে খুনিকে ব্যস্ত রাখে । এর মধ্যে জনকে খুন করে । ম্যাডি উপন্যাসের শেষে খুনির বিবরণ লেখে । বিপদ লেখে । তারপর খুনির হাত থেকে কী মর্মান্তিক পরিস্থিতিতে ম্যাডির অবস্থা দেখতে দেখতে গল্পের সঙ্গে একাত্ম হয়ে যায় দর্শকদের মন । পরিচালক দুঃসাহসিক উদ্যমের সঙ্গে উপস্থাপন করেছেন কাহিনী । মুন্সিয়ানার সঙ্গে একটি বাড়িতে রাতের বেলা দারুণ গল্প বলার টেকনিক দেখিয়েছেন । আলো আঁধারিতে অসাধারণ সিনেমা । ক্যামেরা অ্যাঙ্গেল লাইটিং লোকেশন এডিটিং স্মার্ট । জেমস নীস্ট -এর সিনেমাটোগ্রাফি গল্প অনুসারী । ইনডোর শুটিং খুবই ভালো ।  একটা হালকা ব্লু টোন ছবির দৃশ্যায়নকে রাতের পরিবেশের সঙ্গে রহস্যময়ভাবে মিলিয়ে দেওয়া হয়েছে । নিউটন ব্রাদার্সের মিউজিক ও সাউন্ড যথাযথ । পাঁচজন অভিনেতা ও অভিনেত্রীর অভিনয় যেন চরিত্রকে ছাড়িয়ে যায় । ম্যাডির ভূমিকায় কেট সিগাল , সারার চরিত্রে সামান্তা স্লোয়ান , মাইকেল ট্রুকো অভিনীত জন , এম্মা গ্রেভ্‌স – এর ম্যাক্স ও খুনী হিসাবে জন গাল্লাঘের জুনিয়র দর্শকদের মননকে আবিষ্ট করে ফেলে ।মাইক ফ্লানাগান ও কেট সীগাল লিখিত গল্প , - মাইক ফ্লানাগানের যথাযথ নির্দেশনায় চলচ্চিত্রায়িত ছবি দেখে  ভয়ে বুক কেঁপে ওঠে । এই সিনেমা বার বার দেখার মতো । অ্যাকশন শ্যুটিং সবই যেন বাস্তবকে ছুঁয়ে যায় । দারুণ সিনেমা ।


soumikghosh57@gmail.com 
হুগলী

No comments:

Post a Comment