1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 6, 2021

রঙ্গ আসছে


ছবি : ইন্টারনেট 

রঙ্গ আসছে 

অভিজিৎ মুখার্জী

 

হসপিটালে বসে , তখন দুপুর গড়িয়ে যাচ্ছে সবে ,বসে বসে রঙ্গ কথা বলছে তার পরিচিতা এক আত্মিয়ের সাথে | খাওয়া দাওয়া নেই বললেই চলে, আজ টানা দু মাস হাসপাতাল আর ঘর করছে রঙ্গ , বাবার অবস্থা ভালো নয় , তেমন ভালো নয় পরিবেশেরও ও তার মানসিক অবস্থারও |

এই সমস্ত দুঃখ ও যন্ত্রনার কথা হচ্ছে সেই পরিচিতের সঙ্গে হাসপাতালের বাইরের এক আসুদ গাছের নীচে বসে | এমন সময় বৃষ্টি নেমে এলো , খুব মুসল ধারে বৃষ্টি নামলো , মেঘের অবস্থা ভালো নয় , কোলকাতা থেকে গ্রাম সর্বত্র বন্যায় ভেসে যাচ্ছে  , তাই বাড়ির লোকের ওপর খুব একটা আসা করা যাচ্ছে না , অগত্যা তাকে নিজেকেই সব সামলে উঠতে হচ্ছে |

              বৃষ্টি টা ভীষণি জোড়ে নামলো , হট্ট গোলে কিচ্ছু শোনা যাচ্ছে না , রঙ্গ হাসপাতালের দালানের একটা থামে হ্যালান দিয়ে বসে পরলো , শরীরে দুর্বল ভাব খুব বেশি | হঠৎ বৃষ্টির মধ্যে একটা গাড়ি এসে বড় রাস্তায় দাঁড়ালো , একটি মেয়ে ও ছেলে নামলো , অবিকল তার স্ত্রী ও তার মতো দেখতে , দুজনে নাকি ঐ  বৃষ্টিতে ভীষণ ভাবে ভিজতে লাগলো , ঠোঁট , বুক ও মুখের মধ্যে যৌবন ও শীহরণ যেন তাদেরকে তিলত্তমার সৌন্দর্য্যের কাছে কিচ্ছু নয় মনে হলো |

বয়সটা তাহলে কি পাল্টে গেল আমার ও দিতার !

 

আচমকাই পিছন থেকে ডাক ১৮ নং ওয়ার্ডের পেসেন্টের বাড়ির লোককে ডাকছে কে আছেন , পরিচিতা বললো ডাকছে কাকে তোমায় না তো , আর একবার শোনার পরে বললো হ্যাঁ আমাকেই তো , বলে এগিয়ো গেলো |

হাসপাতালের ওয়ার্ড ইনচার্জ বললো , বাড়ি নিয়ে যাবেন কালকে আপনার বাবাকে ছেড়ে দেওয়া হবে যদ্দিন বাঁচে এভাবেই কাঁটবে , আসা যাওয়া লেগেই থাকবে |

ঘুম ভাঙ্গলো , সে তখন ফ্লাইটে ল্যান্ড করছে কলকাতায় , করোনার প্রকপ ভীষণি বেরেছে , আপাতত সে বাড়ি ফিরছে দিল্লী থেকে |

avijit.mukherjee1883@gmail.com
সোনারপুর 

No comments:

Post a Comment