1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 6, 2021

ভাবছি



 

ভাবছি

দিলীপ কুমার দাস


আশিটা বছর হয় যদি ইতিহাস

ভূগোল তবে কি ষাট বা সত্তরে শেষ

বাকি সময়টা ফুটপাথ ধরে হাঁটা

কুড়িয়ে-বাড়িয়ে পা কাটা শামুকে বেশ ।

 

সব হতে পারে চোরাটানে মাখামাখি

গল্পের মেজাজে সাহিত্যের কথামালা

মন বৃন্দাবন যখন আনন্দে নাচে

সময় তখন মায়ের জপের মালা ।

 

ভাবছি এভাবে কতগুলি দিন গেলে

হিসেবের খাতা ভরে যাবে একেবারে

তখন অলস দুপুর পেরিয়ে এসে

নিজেকে জড়াব সকরুণ চরাচরে ।

 

এভাবেই যদি নেমে আসে একদিন

শেষ বিকেলের সোনাঝরা হাতছানি

ধীরে ধীরে জানি ভরে যাবে অবশেষে

হতাশায় ম্লান সময়ের ছাইদানি ।

dilipkumardas.dgp@gmail.com
দুর্গাপুর 

No comments:

Post a Comment