![]() |
ছবি : ইন্টারনেট |
পরিযায়ী
মহিউদ্দিন বিন জুবায়েদ
পরিযায়ী পাখি উড়ে মেঘনার নদীর তীরে
ভোরের সূর্য ঢাকনা খুলে উঠছে ধীরে ধীরে।
ব্যস্ততম মানুষগুলো ব্যস্ত হওয়ার ফাঁকে
পরিযায়ী পাখি দেখে—দাঁড়ায় নদীর বাঁকে।
আহা কী যে! রূপের পাখি, বলছে সুরে সুরে
ফেলছে চোখের পলকখানি মানুষগুলো দূরে।
হাজার হাজার পরিযায়ী এদেশ ভালোবেসে
হাওর-বাওর নদী-নালায় নামে কূলটি ঘেষে।
শীত মসুমে পরিযায়ী করে ঘুরোঘুরি
দখল যেনো, হাওর- বাওর তাদের পুরোপুরি।
নিরাপদে থাকতে আসে রূপের ডানা মেলে
কিন্তু মানুষ বড়ই লোভী, তাদের ধরে ফেলে।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment