![]() |
ছবি : ইন্টারনেট |
তৃষা
বিশ্বরূপ রাজগুরু
অনন্ত তৃষা রেখে দিন চলে যায়
দূরের দ্বীপ থেকে ভেসে আসে
কাগজের নৌকো
ছেলেবেলার স্মৃতি।
পৃথিবীর দিকে ধেয়ে আসলে উল্কাপিণ্ড
শববাহকেরা ক্লান্ত হয়ে যাবে
ভাবলেই জন্ম নেয় ভয়
যদিও নতুন কোন ঈশ্বরের
জন্ম হয়না।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment