![]() |
ছবি : ইন্টারনেট |
ঈশ্বর
হামিদুল ইসলাম
শব্দের গভীরে শব্দ
ঘুমিয়ে আছে শব্দ শরীর
ঘুমিয়ে আছে স্বপ্নবাড়ি। ঘুমিয়ে আছেন ঈশ্বর ।।
শিশুরা ঘুমিয়ে আছে আমাদের চোখের পাতায়
শব্দের শরীর বরাবর
তবু শব্দ নেই
ভাষা নেই
কথা নেই
ঠিক যেনো নদীর স্বচ্ছ জল। এপিঠ ওপিঠ দুই পৃথিবী ।।
হাওয়ার মধ্যেও আজ আর কোনো সংকেত নেই
কেবল মায়া
মায়ার শব্দে ডুবে যাচ্ছে জগৎ
।।
এখন আমার ছায়া লম্বা হচ্ছে বিকেলের বাসি রোদে
সেই ছায়ার মধ্যে কেবল শূন্যতা
আমাদের নিঃশ্বাসে শূন্যতা। বিশ্বাসে শূন্যতা ।।
বিশ্বাসের দরজা খোলা
কেবল নগ্ন এক শিশু ঘুমোচ্ছে শূন্য ঘরের চৌকাঠে মাথা রেখে ।।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment