![]() |
ছবি : ইন্টারনেট |
হারানোর কিছু নেই
চন্দ্রা শীল
আমার আর হারানোর কিছু নেই ,
আমার জন্য কোনো হু হু করা মাঠ , ঘাট , নদী অপেক্ষায় বসে নেই ।
আমার জন্য কোনো উপবৃত্তাকার পথে আঁকড়ে ধরার মায়ার সম্পর্ক অপেক্ষা করে বসে নেই ।
আমার জন্য কোনো ঘুন ধরা নোনা
দেওয়ালের গায়ে দুমড়ে যাওয়া ফোপানো কান্নার রাশি
জমে নেই ।
আমার জন্য কোনো মনের ফিক্সড ডিপোজিটে ঝেড়ে ফেলা ঘৃনার রাশি রাশি ফসিল জমে নেই ।
আমার জন্য একবুক অন্ধকারে নিঝুম জোনাকির ডানার মতো আলোকবর্তিকা থেমে নেই ।
আমার জন্য স্বর্গত মা এর পর তুলসী মঞ্চে প্রার্থনা উচ্চারণ করার কেউ নেই ।
আমার জন্য এক গহীন মন কেমনের সমুদ্রের ভেতর থেকে সাথে আছি বলার কেউ নেই ।
আমার নিজেকে ছাড়া নিজের হারানোর আর কিছু নেই ।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment