![]() |
ছবি : ইন্টারনেট |
মৎস্য বিদ্যালয়
স্বপন কুমার হাজরা
মাছেদের স্কুলে এল হয়ে
হেডমাষ্টার
রুই এল ক্লাস নিতে হাতে বই ডাস্টার ।
সহকারী শিক্ষক মিষ্টার
ইল্লিশ
ডিগ্রিটা আছে তার এম-এ ইন ইংলিশ।
অঙ্কর ক্লাস নেয় মাথা
মোটা কাতলা
যদিও সে বি-এ পাস বুদ্ধিটা পাতলা।
ইতিহাসে এম-এ করে বসে আছে
পাতিহাঁস
চাকরিটা করে দেবে রুই দেয় আশ্বাস।
দারোয়ান আছে এক জানো তার
নাম কি ?
পার্ট টাইম কাজ করে সে হলো ভেটকি ।
আর সব সাধারণ নামে তারা
মাত্র
চুনোপুঁটি ট্যাংরা নাম
করা ছাত্র।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment