1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Sunday, April 17, 2022

বিদায়ের লগ্ন

 

ছবি : ইন্টারনেট 

বিদায়ের লগ্ন

 ডাঃ দীপক কুমার রায়

সেদিনও জানালাটা খোলা ছিল রোজ দিনের মত

পাখিরা ভোরের রেওয়াজ সেরে উড়ছিল ইতস্তত

সকালের এক চিলতে রোদ এসে পড়ে ছিল মুখে

ও চেয়েছিল আকাশ পানে চোখ দুটো খোলা রেখে

সোনালী রোদের আভা মুগ্ধ করে মোহিনী মায়ায়

ক্ষণিকের তরে হলেও স্মৃতির বেদনা ভুলায়

প্রকৃতিস্থ হয়ে ধীরে ধীরে ফিরে আসে সম্বিত

স্থিতধী মনন আমার উদ্বেল হয়ে ওঠে আচম্বিত

চোখ দুটো খোলা ওষ্ঠাধর কেমন যেন লাগে ফেকাসে

টান টান চাদরে ঢাকা অনাবৃত মুখ, হাত দুটো দুপাশে

ঠিক যেন বড়সড় মোমের চীনা পুতুলের মত

শুইয়ে রেখেছে খুকু, ফিরে এসে আদর করবে কত

পড়শিরা যত নিঃশব্দ নিশ্চুপ আসে আর ফিরে যায়

জল ভরা চোখে প্রিয় সারমেয় হতাশ নয়নে তাকায়

আগরবাতির সুবাসে ভরা ঘরে ফুল রাখা গাদা গাদা

বেমানান আগরবাতি, জানিনা কেন ফুলের রঙ সাদা

সাজালো বিয়ের সাজে, নেই শুধু মাথায় টোপর

অঞ্জনাবৃত নীমিলিত দু নয়ন রক্তিম ওষ্ঠাধর

সাজের পর্ব শেষে এবার বিদায়ের লগ্ন আসে

ডুকরে কেঁদে ওঠে মন,বুক চোখের জলে ভাসে

...(সমাপ্ত)...

No comments:

Post a Comment