![]() |
ছবি : ইন্টারনেট |
লাঠি
দেবাশিস তেওয়ারী
সাজিয়ে-গুছিয়ে রাখছ ঘরের তাকে
ইচ্ছেগুলো ঝোঁকের মাথায় চাপে
ইচ্ছেগুলোর বরাতে বেগ থাকে
কুড়িয়ে পাওয়া লাঠিই রাখছ খাপে
এমনি করেই সংসারে যে নালী
জমছে ক্ষত, কে আর তাকে কাড়ে
আমার মা তো সিদ্ধেশ্বরী কালী
তোরই লাঠি পড়বে যে তোর ঘাড়ে।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment