![]() |
ছবি : ইন্টারনেট |
সিঁদুর
ক্ষুদিরাম নস্কর
সাবিত্রী আর সইতে পারছে না। এভাবে কারণে অকারণে দুবেলা মার খেতে। মদ খেলে মানুষ পাল্টায়? পাল্টালে কি স্ত্রীকেই কেবল মারতে হবে? সে ভগবানের কাছে কখনো নিজের, কখনো স্বামী মৃত্যু চায়। একদিন অকারণ মারপিট দেখে, সাবিত্রীর স্বামীকে পড়শীরা মিলে পেটাতে লাগলো। সাবিত্রী সে মার সহ্য করতে না পেরে, ছুটে গিয়ে তাদের পায়ে জড়িয়ে ধরল। কেঁদে বলল, আপনারা ওকে ছেড়ে দিন। আর মারবেন না ।ওর কিছু হলে আমার সিঁদুরের যে মুছে যাবে।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment