1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Sunday, September 25, 2022

সত্য

ছবি : ইন্টারনেট

সত্য 

মানস চক্রবর্তী 

পুরাকালে উদয়নপুর নামে এক রাজ্য ছিল | উদয়নপুরের মহারাজা উদয়ন সিংহ পার্শ্ববর্তী রাজ্য আক্রমণ করল | ঐ রাজ্যে স্বামী মরল, পুত্র মরল, ভাই মরল, পিতা মরল | মহারাজ নির্দেশ দিলেন, এই রাজ্যের যেখানে যত শিশুপুরুষ আছে সকলকে হত্যা করো | পুরুষ শূন্য হলো রাজ্য | মহারাজ জয়ের হাসি নিয়ে অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে নিজ রাজ্যে ফিরছে | পাশে বিদূষক বিষণ্ণমুখে হাসি টেনে নিয়ে বললেন, 'মহারাজ, আপনি ভীত |'

উদয়ন সিংহ গম্ভীর হয়ে বললেন, 'বিদূষক, জানো আমি তোমাকে হত্যা করতে পারি |' 

'কেনো মহারাজ ?' বিদূষক জিজ্ঞাসা করলেন| 

'তুমি মিথ্যে কথা বলেছ এই অপরাধে |' 

বিদূষক করজোড়ে শ্রদ্ধা জ্ঞাপন করে বললেন, ' না মহারাজ, আমি সত্য কথাই বলেছি |' 

মহারাজ কিছুক্ষণ কিছু ভাবলেন | তারপর বিদূষকের জিভ কেটে নেবার নির্দেশ দিলেন | 

এবং বললেন, 'বিদূষক, সত্য বলার অপরাধে |' 

...(সমাপ্ত)...

No comments:

Post a Comment