![]() |
ছবি : ইন্টারনেট |
বরষা এলে কদম ফোটে
রানা জামান
বরষা এলে পানির সাথে
কদম ফুটে গাছে,
কদম ফুলে সুবাস কী যে
মোহিত মন নাচে।
মেঘের ডাকে বিজলি জ্বলে
মানুষ থাকে ভয়ে,
বাড়তে থাকে জলের ধারা
নদীর পাড় ক্ষয়ে।
খালের মাঝে বিলের জলে
নানা মাছের মেলা,
নতুন জলে মাছেরা সব
সাঁতরে করে খেলা।
দামাল শিশু ভেলায় চড়ে
পানির বুকে ছুটে,
জলের গায়ে ডুব সাঁতারে
অনেক মজা লুটে।
চাষীর নাকে হুকোর ধোঁয়া
অলস কাটে কাল,
ক্ষেতের মাঝে জলের ডিপো
গোয়ালে ঘুমে হাল।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment