![]() |
ছবি : ইন্টারনেট |
আয়রে শরৎ আয়
সুব্রত দাস
আয়রে শরৎ আয়
সোনার নূপুর পায়,
লাখে লাখে,
শিউলি শাখে
কাশের শুভ্রতায়
!
আয়রে শরৎ আয়
আকাশ নীলিমায়,
ঝাঁকে ঝাঁকে
পেঁজা তুলোর
মেঘের বালিকায় !
আয়রে শরৎ আয়
ঝলমলে রোদ গায় -
নিশির শিশির হীরক
কুঁচি
ঘাসফুলে দোল খায়
!
আয়রে শরৎ আয়
মায়ের মমতায়,
খোকাখুকুর রাত আর
দুপুর
খুব খুশি ঝরনায়
!!
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment