![]() |
ছবি : ইন্টারনেট |
তোমার জন্য
সমরেশ হালদার
তোমার জন্য শুভ্র সকাল
শীতের মিঠেল রোদ
তোমার জন্য ছড়িয়ে দিলাম
আমার শব্দবোধ।
তোমার জন্য রাঙা বিকেল
লালগোলাপের হার
তোমার জন্য আকাশ জুড়ে
হাজার প্রদীপ ঝাড়।
তোমার জন্য নদীর পাড়ে
আমার সারাক্ষন
তোমার জন্য আকুল করা
উদাস বাউল মন।
তোমার জন্য হাতের পরে
একটি হাসনা হানা
তোমার জন্য সকল ভুলে
দিলাম হৃদয়খানা।
তোমার জন্য শীত বসন্ত
তোমার জন্য বৃষ্টি
তোমার জন্য রেখে গেলাম
আমার সকল সৃষ্টি । ।
...(সমাপ্ত)...

No comments:
Post a Comment