![]() |
ছবি : ইন্টারনেট |
পান্তা নবান
গৌর গোপাল পাল
হিমেল হাওয়া গায়ে মেখে
হেমন্ত গান গায়!
চাষীর বউ তাই না দেখে
নবান খেতে চায়!!
ভরলো গোলা নতুন ধানে
রবি ফসল মাঠে!
মুখ রাঙিয়ে মিঠা পানে
তাই চলেছে ঘাটে!!
খড়ের পালুই দিচ্ছে চাষী
খড় তুলছে ছেলে!
পান্তা নবান রয়েছে বাসি
দোষ কি আছে খেলে!!
কতদিনতো দিন কেটেছে
হয়নি খাবার ঘরে!
কালকেরটা বেশী রেঁধেছে
আজকে খাব করে!!
...(সমাপ্ত)...

No comments:
Post a Comment