![]() |
ছবি : ইন্টারনেট |
কুয়াশা
সুধাংশুরঞ্জন সাহা
মানুষ কেন যায় --
সমুদ্রের কাছে?
পাহাড়ের কাছে?
কিংবা অরণ্যের কাছে?
আদতে সে কী পায় সেখানে --
সুখ?
ভালোবাসা?
দুঃখ ভুলে থাকার জাদুকলস?
সম্ভবত সে জানে না তেমন কিছুই!
তবু বারবার যায়।
তুলে আনে বনফুল।
কুয়াশা মাখা শালের চারা,
ঝিনুক, নুড়ি পাথর।
এবং নির্জনতা।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment