![]() |
ছবি : ইন্টারনেট |
ক্ষণিকের বর্ষণ
সন্দীপ ঘোষ
কালো মেঘে ছেয়ে ঘনীভূত আকাশ,
নিদ্রাদেবী তন্দ্রালু চোখ সরিয়ে দিয়েছিলেন বোকাবাক্স থেকে ,
তাই খেয়ালের অবকাশ ছিল না |
হঠাত্ মেঘের গর্জন, বজ্রবিদ্যুতের চমকানি,
চকিতে বড় বড় ফোঁটা দিয়ে শুরু হল বর্ষণ,
বর্ষিত হল নিবিড়তার স্পর্শে আন্তরিক আবেদনে,
দিনশেষে সাবলীল তন্দ্রাচ্ছন্ন ক্লান্তিতে |
এক লহমায় ভাসিয়ে নিয়ে গেল
উজাড় করা ভালোবাসার নিবেদন ,
কখনো ঝিরঝিরে ,কখনও বা মুষলধারে বৃষ্টি |
বৃষ্টির ধারাবারি জমেছে বিস্মৃত না হওয়া অতীতের ভাঁজে ভাঁজ |
চোখের কোণ গড়িয়ে সিক্ত হল স্মৃতির অধ্যায় |
এখন আর গর্জন নেই, বর্ষণ নেই,
শুধু নীলিমায় নীল শান্ত আকাশে নক্ষত্রের বন্যা |
...(সমাপ্ত)...

No comments:
Post a Comment