![]() |
ছবি : ইন্টারনেট |
মৃত্যু
রাফিয়া চেতনা
-কি হয়েছে,মা? আমাকে এভাবে স্কুল থেকে নিয়ে এলে! কোথায় যাচ্ছি এখন আমরা?
-তোমার দিদিনের বাড়িতে!
-কাল না বাবা দিদিন কে বললো আমাদের যাওয়াটা অসম্ভব। কাজের চাপ আবার তোমার ব্যস্ততা!
-তোমার দিদিন আর আমাদের মাঝে নেই দিগন্ত।
- সী ইজ নো মোর!
-ওহহ,সে জন্যেই আজ তোমাদের সময় হলো! দিদিন বেঁচে থাকলে তো তোমরা আজ এভাবে ছুটে যেতে না! তাহলে কি মৃত্যুর পরেই দিদিন আমাদের মাঝে এতো মূল্যবান হয়ে উঠলো,মা? আর এজন্যই কি হঠাৎ করে আজ অসম্ভব টা সম্ভব হয়ে আমাদের দিদিনের জন্য সময় হলো?
অথচ এই মানুষটি শেষ নিঃশ্বাস অবধি শুধু তোমাকেই একটিবার কাছে পাবার আকুতি নিয়েই চলে গেলো,বাবা! তবে কি আমরা মৃত্যুকেই বেশী ভালোবাসি ?
দিগন্তের এই লাইনগুলো বড্ড ভারী হয়ে বুকে আঘাত করলো লিমন সাহেব কে। কোনো উত্তর ছিলো না তার কাছে। মাথা নিচু করে বসে গাড়ির জানালা দিয়ে,আকাশ দেখার ভান করে চোখ বেয়ে গড়িয়ে পরা জল ছুঁয়ে দেখছিলেন তিনি।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment