1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, April 15, 2023

নান্দনিক

ছবি :অর্কজ্যোতি চক্রবর্ত্তী

নান্দনিক

ড: সৌম্যজ্যোতি চক্রবর্ত্তী


নিরাকারা অপরূপা অমারাত্রি, -

প্রত্যাশিত ভোরের প্রার্থনায়।

প্রোজ্জ্বল প্রদীপ হাতে, উদাসী

পথের গানে; আকাশ ভরে যাত্রী।।

মিলন মাধুর্যে সতত নিবিড়, -

নির্বাক নিশ্চল তরুনিচয়।

বল্কল ভাস্কর্যের অঙ্গরাগে

গীত; তরঙ্গিতে সময় অধীর।।

অনিবার ভূমিস্পর্শে ব্যথাতুর

পথিক, পাথুরে প্রশ্নে প্রাণিত; -

কে জানে! পথের শেষ কোথায়?

নিরুত্তর তারা, সুদূরে বিধুর।।

প্রহরে এগোয় রাত্রি, - কার মুখ?

আবছায়ায় এদিক-ওদিক।

ক্ষ্যাপা হাওয়া কান ছুঁয়ে যায়; -

অরূপা প্রণয়ী প্রতীক্ষা- উন্মুখ।।

মনোময় অঙ্গময় জীবনের

অতন্দ্র অনুরাগী, মুসাফির

মননে জাগে গভীর প্রত্যয়; -

অপেক্ষার তানে, আহ্লাদ প্রাণের।।

বহিরঙ্গ অন্তরঙ্গ একাকারে,

বিভাসের মূর্ছনায় মানসী

মূর্ত হয়; - অলীক স্বপ্নজাল

ছিঁড়ে – চিরায়ত নন্দন আধারে।।

...(সমাপ্ত)...

No comments:

Post a Comment