1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, April 15, 2023

গল্প শোনাবো তোমায়

ছবি : ইন্টারনেট


গল্প শোনাবো তোমায়

ডাঃ সৌভিক ব্যানার্জী


গল্পটা তো এরকম হওয়ার ছিলো না,

তুমি হয়ে এসে ঝড়, উড়িয়ে দেবে সব,

আমি আশংকায় গুনি দিন, বাঁচার পথ

নেই তাই কামড়ে মাটি ভাবি উপায় যত,

আবার হবে আলোড়ন সমালোচনা কত,

তুমি এলে ঝড়ের মতো দিয়ে পূর্বাভাস,

আমি ভাবি সত্যি হলো আমার সর্বনাশ,

তুমি বলছো না কথা, খালি কষছো ছক,

আমি হবো রক্তাক্ত, ছিনিয়ে নেবে আমার হক,

গল্পটা তো খারাপ হওয়ার কথা ছিলো।


তোমার মৃদু হাওয়া ভালো লাগছে বড়ো,

আসছে অসনি, তার সংকেত হচ্ছে জড়ো,

হঠাৎ দেখি হাওয়া বন্ধ, জাগলো কৌতুহল

সেকি ঝড় বন্ধ, চলবে খরা, অকেজো যত লাঙল,

সবাই বলে আমার প্রার্থনা আর লড়াই ঈশ্বরের উপহার,

ওকে যেতে দেওয়া যাবে না যদি করতে হয় খরার সংহার,

তুমি এসো, তোমার ঝাপটে যদি যায় প্রাণ যাক,

তুমি এলে লড়বে খরার সাথে, বাকিরা জাণ পাক,

তুমি সত্যি শুনলে আমার কথা, আমি কত্ত খুশি,

তোমার উপর আস্থায় সবার মুখে হাসি।


মিথ্যে দুষছে সূর্যকে, তেনার তাপেই জীবন,

আর কত মিথ্যা বলবি তুই, নেই কোনো তোর শাসন,

তোর চুরি করা রিমোটে বাড়িয়ে চলেছিস তাপ ইচ্ছেমতন,

আর বলছিস কিনা সব দোষ সূর্যের, এত্ত তোর মাতন,

নিজেকে মিথ্যে শাসক বানিয়ে দুষ্ট খালি শক্তি প্রদর্শন,

সমস্ত হিসেব হবে কড়ায় গন্ডায়, জ্বলবি আজীবন,

দুষ্ট সড় তোর তাপের সাথে, জ্বালিয়েছিস যখন

বুঝতে দিসনি আমায়, বল কি দোষ করেছিলাম তখন,

তোর আঘাতে চিরসবুজ আমি শুকিয়ে গেলাম হলো খন্ডন,

শুনলে তো ঝড় গল্পটা আমার, মন খারাপের কারণ।


তোমার যদি মনে হয়, নাও আমায় তুলে,

অর্ধেক তো গেছে জ্বলে, বাকিটা না হয় তুমিই ছুঁলে,

যুদ্ধের আগে যোদ্ধাদের বলিদান,

তাতে আমার সমর্পিত প্রাণ,

কিন্তু এই যুদ্ধে নিশ্চিত করতে হবে জয়,

আমার প্রাণাধিক প্রিয় এই প্রার্থনা কোরো নিশ্চয়,

শুধু তুমি ঠান্ডা রেখো মাথা, সাহায্য নিয়ো আমার,

আমার সমস্ত বুদ্ধি আর শক্তি তাই আজ থেকে তোমার,

তোমার শক্ত মেরুদণ্ড আর লড়াইয়ের সাথে,

উজাড় করে দিলাম আমি নিজেকে তোমার সাথে।


রাজাকে রাজার আসন ফিরিয়ে দেবে তোমার শপথ,

চোখের কোণায় এলো জল শুনে এই ভাষ,

আমার ভালো কেউ চায়, বিশ্বাস হয়না আর,

আমি তো খুব সামান্য, নিমিত্ত দূর্বাঘাস।

তুমি ঝড় নিয়ে এলে হাওয়া, ধরলে আমার হাত,

আজ খরা কে দেখাবো মজা দেখবো কেমনে বাঁচে,

ওই যে আসে কালো ঘোড়া, জলের কলসি নিয়ে,

খরা তোর মিথ্যে দুনিয়ার পতন হবে মনটা আমার নাচে।

অনেক কষ্ট দিয়ে ছিলিস তুই কিন্তু মাটি থেকে পারিসনি তুলতে

ভেবেছিলি গরম লু দিবি কিন্তু ভাবিসনি বৃষ্টি আসবে সাথে।


তোকে বলেছিলাম না আমার প্রার্থনা আর লড়াই ঈশ্বরের উপহার,

নিমিত্ত ভেবেছিলি আমায়, ভাবলি আমায় দুর্বল,

ওরে মিথ্যে বামুন শুনে রাখ ঠাকুর পূজার ফুলের বিকল্প আমি,

বিনা কারণে করতে এলি ক্ষতি, এখন তোর আসনই করছে টলমল,

এই বৃষ্টিতে আবার হবে ফসল, আবার আগের মতন,

হাসছে এখন চাষি, হাসছে নদী, হাসছে সেচের কল,

তুই এখন লেজ গুটিয়ে পালা, তোর খেলা শেষ,

তোর মিথ্যে ধরা পরে গেছে, তুই এখন বিকল,

তোর তিল তিল করে গড়ে তোলা দুর্গের ভেতরে ঢুকে গেছে ঝড়,

তোকে ছিন্নভিন্ন করে তোকে শাস্তি দেবেন নরনারায়ণ।


তোমাকে দেওয়ার মতো সেরকম কিছু নেই আমার,

আমি তো নিমিত্ত দূর্বাঘাস, তোমার সাথে আমি জয়ী আবার,

তুমি কেন মুখ ঘুরিয়ে নিচ্ছ বন্ধু বলো,

তুমি তো ঝড়, তাই হাওয়ার সাথে চলো,

তুমি চলে যাবে, আমার চাই না এই রাজার আসন,

আমি রাজা নই, পায়ের তলাতেই খুশি, আমার দ্বারা হয় না শাসন,

তোমার জন্য আবার সবুজ আমি, তোমায় দিলাম স্যালুট,

আমার থেকে কোনো উপকার লাগলে বোলো, আমি প্রস্তুত,

গল্পটা তো এরকম হওয়ার ছিলো না, কেন ছেড়ে গেলে চলে,

ভয়ের বাতাবরণ নিয়ে এসেছিলে, আর বিদায় নিলে চোখের জলে।

...(সমাপ্ত)...

No comments:

Post a Comment