![]() |
ছবি : ইন্টারনেট |
মূলোচ্ছেদ
মলয় সরকার
গাছটা কেটে ফেলা হয়েছে অনেক দিন।
হাজার বছরের পুরানো গাছ-
বহু আগুন ঝড় উথাল পাথালের সাক্ষী-
গাছের ডালে পাখীরাও ছিল নিশ্চিন্তে
সন্তান সন্ততি নিয়ে বংশ পরম্পরায়,
শান্তি ভাসত গাছের ডালে ডালে ফুলে পাতায়-
সেই গাছ এতকাল পরে
অপ্রয়োজনীয় হয়ে পড়ল নেহাতই
প্রয়োজনের তাগিদে না কি
অন্য কোন কারণ ঠিক বোঝা গেল না।
গাছ কেটেও শান্তি নেই।
সবাই চাইল মূলটাও উপড়ে ফেলতে-
দমাদ্দম পড়ল কুড়াল-
কাটা হল মূলের আদ্যোপান্ত।
নিশ্চিন্ত সবাই।
কিন্তু কিছুদিন পর দেখা গেল
আবার গজিয়ে উঠছে গাছ,
শিকড় আবার হয়ে উঠছে তাজা-
আসলে সবটা কেটে ফেলতে চেষ্টা করলেও
শেষ করা যায় নি।
কোথাও যেন লেগেছিল এতটুকু
গাছের কাটা মূলের সাথে।
সেখানেই আবার সুদীর্ঘ দিন পরে
হাওয়া বাতাসে পুষ্ট হয়ে জেগে উঠছে প্রাণ-
হয়ত তা আবার একদিন মহীরুহ হয়ে উঠবে।
পুরানো দিনের পাখীদের,
যারা চোখের জল ফেলেছিল নীরবে,
তাদের এইটুকুই আশা।
...(সমাপ্ত)...

No comments:
Post a Comment