![]() |
ছবি : ইন্টারনেট |
অধরা
কৃষ্ণেন্দু রীত
ব্যাথা পেতে থাকি,
পরবাসে যাওয়া আনন্দঘন স্মৃতিগুলো
আর না পাওয়ার বেদনাতে
ক্লান্ত আমি-
আর আমার মানসিক প্রেম।
গাঢ় অন্ধকার দু-হাত বাড়িয়ে
গ্রাস করে আমায়,
প্রতিটি স্নায়ু ছিন্ন
মস্তিষ্ক ভারহীন হয়ে ওঠে।
চায়ের কাপে উঠতে থাকা ধোঁয়া
আর নিস্তব্ধতা ভেঙে দিয়ে
দূর থেকে ভেসে আসা সন্ধের নামাজের সুর
ভাসিয়ে নিয়ে যায় নস্টালজিয়ায়,
রেডিওতে বেজে চলা গানটা
মর্মে মর্মে ফুটিয়ে তোলে আবেগ
" ও সে যে মানে না মানা " ।।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment