1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, April 15, 2023

বাবা যা শিখিয়েছিলেন

ছবি : ইন্টারনেট


 বাবা যা শিখিয়েছিলেন 

মানস চক্রবর্তী 


আমার বাবা জাদরেল কেউ ছিলেন না 

ছিলেন সামান্য ছাপোষা এক মানুষ।

কিন্তু তিনি আমাকে যে কয়টি কথা শিখিয়ে গেছেন 

তা তোমাদের অভিধানের চেয়ে বেশি ভারী ও মূল্যবান।


তিনি আমাকে শিখিয়েছিলেন, 

সুখবিহীন সম্পদ নিয়ে আমি যেনো মানুষকে লোভ না দেখাই ।

ঈশ্বরের সামনে অযথা হাঁটু গেড়ে না বসি 

আবার তাঁকে অবজ্ঞা করার ধৃষ্টতা থেকে নিজেকে রক্ষা করি।


মিছিলের পথে যারা হেঁটে যায় 

সেই বুদ্ধিজীবী, কেরাণী, জুটমিলের শ্রমিক, 

শিশু, নারী, শিক্ষার্থী এবং অনেকেই 

তাদের বলতে বলেছিলেন, তোমরা পরিশ্রমী হও

অধ্যবসায় করো আর 

বিষণ্ণতাকে সংগ্রামের সঙ্গে যুক্ত করো না।


যে মায়ের ছেলেটি জলযাত্রায় গিয়ে আর ফেরেনি 

তাকে সান্ত্বনা দিয়ো না, ভরসা দাও 

সে আমাদের পুরানো পৃথিবীটার জন্য 

নতুন অবয়ব নিয়ে আসবে।


বেকারত্ব, দারিদ্র আর মৃত্যুর জন্য যদি কেউ রাষ্ট্রকে দায়ী করে 

তা অনুসরণ করে তোমরা অবিশ্বাসী হও না। 

এ বৈরিতার সংগ্রাম প্রতিবাদী প্রচ্ছদপট হবে না।


আর একটি কথা তিনি আমাকে কান কামড়ে বলে গেছেন, 

শব্দের ফাঁকিবাজিতে আমি যেনো না ভুলি।

নির্বাসনকে এরা ছুটি বলে চালাতে চায় 

দাবানলকে বলে আগুন।


দোষারোপ, ন্যাকামি, অলসতা মৃত্যুর চেয়েও ভয়ানক 

এই কথাটি তিনি আমাকে পাতপড়া করে শিখিয়ে গেছেন।

...(সমাপ্ত)...

No comments:

Post a Comment