1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Sunday, July 16, 2023

গাড়িকাকু

ছবি : ইন্টারনেট

গাড়িকাকু

প্রতীক মিত্র

ছোট্ট টুকুনের রোজই কিছু না কিছু নালিশ থাকে গাড়িতে স্কুল যাওয়া নিয়ে। হয় গাড়ি বেশি জোরে চলে কিম্বা গাড়িতে ফেরার সময় বেশি ছাত্র-ছাত্রী( অধিকাংশই ওর চেয়ে বড়) থাকে ফলে ওর বসতে অসুবিধা হয়। কিম্বা গাড়িকাকু গাড়ি থামিয়ে বিড়ি খায় নইলে গাড়ির দাদা-দিদিরা গালি দেয়। বাবা-মা গাড়িকাকুকে সবটা বলবে বলে ঠিক করলে ও নিজেই বারণ করে। কেন তার কারণটা অবশ্য বলে না। কারণটা বিশেষ কিছু নয়। গাড়িকাকু একদিন ম্যাজিক দেখিয়েছিল। টুকুনের ভালো লেগেছিল। আবার ভয়ও পেয়েছিল সে। যারা ম্যাজিক জানে তারা ভুতটুতকেও বশ করতে পারে। ও গল্পে পড়েছে। তাই বাবা-মা গাড়িকাকুর সাথে কথা বলতে গেলেই ও বারণ করে। এভাবেই চলতো ব্যাপারটা যদি না ও ওর মায়ের সাথে স্কুটিতে যেতে যেতে গাড়িকাকুকে দেখতো সবজির দোকানে দরদাম করে সবজি কিনতে। যে ম্যাজিক জানে তাকে এত কসরত করতে হয় নাকি? সেদিনই ও মা এবং রাতে বাবাকে বললো গাড়িকাকুকে ওর নালিশগুলো বলতে। টুকুনকে সে বিশেষ কিছু করতে পারবে না। গাড়িকাকুর তেমন ক্ষমতা নেই। নইলে কেউ সবজির দোকানে অত দরদাম কষে সবজি কেনে?

...(সমাপ্ত)...

No comments:

Post a Comment