1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, October 21, 2023

বই বলছে

ছবি  : ইন্টারনেট 


 বই বলছে

দিলীপ কুমার মধু


সকাল বেলা চা-টা খেয়ে যেই ধরেছি বই

বই বললো- খুলো না গো বইয়ের পাঠক কই ?

যেমন ছিলাম তেমন আছি লেখাও ঠিক তাই

বই হয়েও আমি যেন বই তো আর নাই।

বই পড়তে মনুষ্যদের গাত্র জ্বলে কেন ?

জানার জগত থেকেও তাই পিছিয়ে আছে যেন।

আচ্ছা বলো ,সকাল -রাতে একটু যদি পড়ে 

তাহলে কি মনুষ্যদের ক্ষতির মাত্রা বাড়ে !

বর্ণ যখন শব্দ হয়, শব্দ যখন বাক্য--

পূর্ণ পুস্তক গঠিত হয় বাক্য যখন ঐক্য।

আমরা যখন পূর্ণ হই মনে কতো আশা

নিশ্চিন্ত হই আমরা পাব পাঠকের ভালোবাসা।

কিন্তু সে সব চুলোয় গেল, আমরা লুপ্তপ্রায়

এখন দেখি পৃথ্বী  থেকে পাঠক প্রায় যায়।

লাইব্রেরী তো ধুঁকছে এখন, বই ভরা আলমারি

লাইব্রেরীটা এখন যেন আস্ত পোড়ো বাড়ি।

বইকে কেনো, বইকে পড়ো, বইকে ভালোবাসো

বইয়ের গায়ে গা মিশিয়ে বইয়ের সাথে মেশো।

বই পড়লে জ্ঞান বাড়বে --বুদ্ধিজীবী হবে-

তোমার কীর্তি স্বমহিমায় এই জগতে রবে।

...(সমাপ্ত)...

No comments:

Post a Comment