কে বড়ো
সজল চক্রবর্তী
পোনে ছয় আর সোয়া ছয়,
দুই জনে কথা কয় ।
সোয়া বলে পোনে'কে-
আমি আধ্-ঘন্টা'র বড়ো,
আমাকে এখন থেকে
সন্মান করো।
সোয়া'কে বলে পোনে-
তোর কথা কে শোনে ?
এসেছি তো আগে আমি,
নিয়মে আমি বড়ো তাই।
ছেড়ে তোর দুষ্টামি,
আমাকে প্রণাম কর ভাই।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment