![]() | |
|
ছাদ বাগান
মুহাম্মদ আলম জাহাঙ্গীর
ছোট বড় শহরতলীত
আছে যতো বাড়ি,
তার ছাদেতে বাগান করি
মালিক কর্মচারী।
ছাদে বাগান করলে সবাই
ভবন শীতল হবে,
দূষণমুক্ত নির্মল বাতাস
ধরায় সতত রবে।
শাক-সব্জি ফল টাটকা খেতে
ছাদেতে গাছ লাগান,
আপণ মনে গড়ে তুলি
সবাই ছাদে বাগান।।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment