![]() |
ছবি : ইন্টারনেট |
একটা ভুত
কাকলী কোলে
এটা সত্যি যে আমি একা থাকতে একটু ভয় পাই। অন্ধকার হলে তো কোনো কথাই নেই , কিন্তু এমন কপাল দেখুন চাকরি হলো শুনশান জায়গা তেই । চারিদিকে খালি কালো আর কালো কয়লার সাম্রাজ্য। ডিউটি তিন সিপ্টে থাকত। আমি সদ্য এসেছি। আমাকে তিন সিপ্ট করতে হতো। আমার থাকার হোস্টেল টা মোটামুটি খালিই ছিল। তিনচারজন হয়ত হবে। বাকি কেউ কেউ ট্রেনিংয়ে এলে হোস্টেলেই ঘর দেওয়া হতো। শনিবার ছুটির দিন কিন্তু তবু একবার যেতেই হতো মাইন ইন্সপেকশনে। বাকি সময় শহরে যেতাম কারো বাইক বা স্কুটারে চেপে, সিনেমা দেখে ফেরার পথে খেয়ে নিতাম রাস্তায় কোনো দোকানে। এভাবেই চলছিল দিন। সেদিন রাতের সিপ্ট, ভীষন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি যদি কোনো গাড়ি পাই সুবিধা হবে । কিন্তু কিছুই না পেয়ে হাঁটছি। প্রায় এক কিলোমিটার মতো হাঁটার পর দুর থেকে একটা স্কুটার এসে থামলো আমার পাশে, ঈশারায় বসতে বলল,আমিও থ্যাঙ্কস জানিয়ে বসে পরলাম। কিন্তু, বলল "আমি ও "...বললাম "আপনাকে এতো দিন দেখিনি তো"... "এই এলাম "লোকটি বলল। লোকটা বোধহয় বেশী কথা বলতে পছন্দ করেন না।আমি ও চুপচাপ মাইনের গেটে নামলাম এবং আফিসের দিকে চলে গেলাম। আন্ডারগ্রাউন্ড যেতে গেলে হেলমেড হেডলাইট আর লাঠি নিতেই হবে। মাটির গভীরের অনেক রহস্য, এছাড়াও এতো মানুষের জীবনের দায়িত্ব কম কথা নয়, একটু ভুলে এতো মানুষের জীবন যেতে পারে। অনেক সাবধান হলেও কখনও ঘটে যায় সেই র্দুঘটনা যার ব্যাখ্যা করা মুস্কিল। তখন মাটির অনেক নীচে কাজ চলছে, একটা কয়লার দেয়াল থেকে জল আসছিল, এবার ছাদ থেকেও শুরু করলো জল আসা। প্রথমটায় টপ টপ ছিল এক ঘন্টায় সেটা ঝড়ঝড় শব্দে পড়তে শুরু করলো। আমার কোনো অভিজ্ঞতা নেই , আমি উপরে ফোনে জানালাম। ফিরে দেখি সেই মানুষটি সব মজদুরদের বার করে আনছেন,জল পড়ছিল আরও জোরে, মোটামুটি হাঁটু অবধি জল, ভয় করছিল কি হতে চলেছে জানিনা। ভদ্রলোক আমাদের সরিয়ে নিয়ে আসছিলেন । ওপরদিকে থেকে হঠাৎ ভেঙ্গে পড়লো ছাদ। হুড়মুড় করে জল এসে ভরে গেল। চিৎকার করছে মজদুর রা, কে আগে ওপরে উঠবে তাই নিয়ে হুড়হুড়ি। এসবের মধ্যে ঐ ভদ্রলোক পথ দেখিয়ে আমাদের খানিকটা উপরে নিয়ে এলেন, একটা সুবিধা জল আর বারছেনা।এরমধ্যেই উপর থেকে কেজ নামার শব্দ হচ্ছে , সিনিয়র অফিসার রা নামলেন,দ্রুত গতিতে উদ্ধার কার্য শুরু হলো। আমার পিঠ চাপরালেন সবাই , আমি যত বলছি আমি কিছু করিনি উনি সব করলেন, আমি দেখলে ও ওরা কেউ দেখতে পেলোনা ঐ লোকটিকে। আজকে উনি না থাকলে আমাদের কি হতো আর উনি আমাকেই বা এতো সাহায্য করলেন কেন? এটা রহস্যই রয়ে গেল আমার জীবনে।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment