1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 2, 2024

সজনে ডাটা

ছবি : ইন্টারনেট

সজনে ডাটা

দিলীপ কুমার মধু

 

সেদিন দেখি বুড়ো দাদা সজনে ডাটা পাড়ে

আমি গেলেই বলে-- "গাছের নিচে আছিস না রে। "

--"কি গো দাদা, করবেটা কি ? এতো ডাটা পেড়ে

আশেপাশে দেবো রে  ভাই, তুইও কটা নে রে।

সজনে ডাটায় গুণ যে কত জানিস সে তো জানিস

পড়াশোনা শিখে তোরা এসব কি আর মানিস ?

সজনে ডাটায় প্রেসার কমায়, বাতকে রাখে ভালো

পান্ডু রোগ আর বসন্ত রোগ এর স্পর্শে আলো।

তাইতো বলি রোজ দুবেলা সজনে ডাটা চিবোবি

সজনে পাতা খেলে বুঝবি জীবনে তুই কি হবি।

দেখ না আমায় দুবেলা খাই তাইতো আমি সুস্থ রে

আমার মতো এর মর্ম সবাই যদি বুঝতো রে।

তবে নীরোগ দেশ গড়তো সুস্থ হতো দেশটা

তুই তো বাঁচবি অনেকদিন দেখতে পাবি শেষটা।

...(সমাপ্ত)...


No comments:

Post a Comment