ছবি : ইন্টারনেট |
পুজোর ছড়া
বিদ্যুৎ মিশ্র
নীল আকাশের নিচে যেমন
দুলছে কাশের সারি
সাদা সাদা ঢেউ খেলে
যায়
মেঘগুলো সব তারই।
উঠোন জুড়ে সুবাস
বসে
পাশেই শিউলি বন
চারিদিকে এমন শোভা
খুশিতে আজ মন।
শরৎ এলো শহর গাঁয়ে
আগমনীর সুরে
ঢাক বাজে ওই পাচ্ছি
শোনা
একটুখানি দূরে।
শিশির ভেজা ঘাসের
উপর
মুক্ত যেমন ঝরে-
চারিদিকে পুজো পুজো
মনটা কেমন করে।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment