1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 2, 2024

হে আমার বার্ধক্য

ছবি : ইন্টারনেট

হে আমার বার্ধক্য

মলয় সরকার 

হে আমার বার্ধক্য,

তোমাকে ঘুরিয়ে আনতে পারি

প্রতিটি বৃদ্ধাশ্রমের ঘরে ঘরে,

প্রতিটি সমুদ্রের ঢেউয়ের মাথায়

যেখানে সমুদ্র-ঈগলেরা বিঁধিয়ে দেয় তীক্ষ্ণ নখর

হাপিত্যেশ করে বসে থাকা জীর্ণতার

প্রতিটি কুঞ্চিত মরা বাকলের দীর্ঘশ্বাসে

জেগে ওঠে হতাশার বিষবাষ্প-


একটা পালতোলা নৌকার

সুদীর্ঘ যাত্রাপথের শেষে বাদামী মেঘের ঝড়

তছনছ করে নীল আকাশের হাতছানি

আর স্বপ্ন দেখে ফেলে আসা

হাঁসের পালকের মত চকচকে রৌদ্রদিনের-


একটা পড়ন্ত বিকেল

জানিয়ে দিতে চায় শেষ রক্তবিন্দু পর্যন্ত

আপ্রাণ চেষ্টায়- আমি ছিলাম, আমি হারব না।

আকাশে উড়ন্ত পাখী তার পাখায় পাখায় লিখে যায়

চূড়ান্ত পরিণতির করুণ বিদায় সঙ্গীত,


আকাশে ছড়ায় রক্তিম আর্তনাদ-

হে আমার বার্ধক্য

মেনে নিতে শেখো, এখনও রয়েছে সময়-

মেনে নিতে শেখো-

তুমি শেষ নৌকার শেষ পথযাত্রী

বলো বিদায়,

বলো অনেক তো হল দেওয়া নেওয়া,

আর নয় আর নয়–

...(সমাপ্ত)...



No comments:

Post a Comment