1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 2, 2024

সাগরের কাছাকাছি

ছবি : ইন্টারনেট

সাগরের কাছাকাছি

ডাঃ দীপক কুমার রায়

আমি কখনো দেখিনি হীরে নীল সাগরের তীরে,

নোনা বালি ঘেঁটে সহস্র ঝিনুকের বুক চিরে। 

শুধুই ফিরেছি খুঁজে একা হেঁটে হেঁটে হাঁটু ভর জলে,

সিক্ত শরীরে দিনরাত এক করে অতলাতলের তলে। 

এখনো চলেছি খুঁজে উদ্ভ্রান্তের মত দ্বীপ দ্বীপান্তরে,

তবুও হয়নি শেষ চলেছি অসীম সাগর প্রান্তরে। 

খুঁজেছি বেলায়, শঙ্খ চিলের ডানায় ডানায়,

স্বপ্ন দেখেছি হাতে পাওয়ার বৃথাই কিন্তু হায়। 

তবুও তো মানিনি কো হার এখনও খুঁজেই চলেছি,

বারেবারে তাই ফিরে ফিরে আসি সাগরের কাছাকাছি। 

...(সমাপ্ত)...



No comments:

Post a Comment