1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 2, 2024

মিছিলের রাস্তাগুলি মিছিল চেয়ে নেয় রোজ

ছবি : ইন্টারনেট

 মিছিলের রাস্তাগুলি মিছিল চেয়ে নেয় রোজ

তাপস রায়

রবিবার থেকে রবিবার পর্যন্ত হাঁটাহাঁটি । 

রাস্তা ঝাঁক বেঁধে আসে, ফুরোতে দেবে না। 

আমিও কি ফুরোতে চেয়েছি কোনো কিছু। 

এক একটা জীবনও তো ধু ধু মাঠ হয়ে পড়ে থাকে। 

দিগন্ত অধরা, তারও বেশি উদ্দেশ্যহীনতা। 


যেভাবে অক্ষরেরা সমবেত হয়। 

তুমিও নজর করেছ মিছিমিছি ভিড় করে। 

যেন মোচ্ছব হাঁক দিয়ে গেছে এই গণ্ড গাঁয়ের ভেতরে। 

আমাদের নিজেদের লাশ পিঠে উঠে পড়ে। 

পিঁপড়েরা মৃত বন্ধুদের এভাবেই টেনে নিয়ে যায় শূন্যের দিকে। 


রাস্তায় নেমেছে মিছিল, তাদের অনর্গল হেঁটে যাওয়া দেখে। 

নিজের হাঁটাহাঁটি খুঁজতে চেয়েছি আজ, তুমিও তো হাঁটো। 

...(সমাপ্ত)...



No comments:

Post a Comment