1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 2, 2024

মায়ের আগমনী

ছবি : ইন্টারনেট

মায়ের আগমনী

শুভ লাহিড়ী

শিউলি আর কাশের মেলা

নীল আকাশে মেঘের খেলা। 

হিমের পরশ অঙ্গে লাগে,

সবার প্রাণে পুলক জাগে।

আগমনীর খবর পেয়ে,

মনের পাখি উঠলো গেয়ে।

শিশির ভেজা নতুন ভোরে,

এলো পুজো ঘরে ঘরে।

মাতলো সবাই রঙীন সাজে,

আমরাও আছি তারই মাঝে।

...(সমাপ্ত)...


No comments:

Post a Comment