1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 2, 2024

বৃক্ষের চারা লাগাই

ছবি : ইন্টারনেট

বৃক্ষের চারা লাগাই

রানা জামান

বৃক্ষ কেবল নয় তো শোভা

বৃক্ষ কাজের অনেক,

নিঃশ্বাস ছাড়া কোনো জীব-ই

বাঁচে না তো ক্ষণেক।


আসবাবসহ অনেক কাজে

গাছকে লাগাই কাজে,

রান্নাবান্নায় লাকড়ি হয়ে

পোড়ার জন্য সাজে।


আরো অনেক কাজের জন্য

কাটছি বৃক্ষ দৈনিক,

আমরা কেবল রয়ে যাবো

বৃক্ষ কাটার সৈনিক?


আরেক বৃক্ষ কাটার আগে

বোধকে এবার জাগাই,

প্রত্যেক বছর মন লাগিয়ে

বৃক্ষের চারা লাগাই।


বৃক্ষের সংখ্যা বাড়বে যতো

অক্সিজেনও বাড়বে,

অক্সিজেনের থাকলে বৃদ্ধি

অনেক রোগও হারবে।

...(সমাপ্ত)...



No comments:

Post a Comment