ছবি : ইন্টারনেট |
নিশাচর
শৌনক ঠাকুর
শেষ রাতের ঘন অন্ধকার টপকে
কামিনীর ডালে
চকচক করছে ঝিনুকের মতো সাদা সাদা ভোর।
সন্ধ্যায়
পার্কের বেঞ্চে শুয়ে থাকা অলস রোদে
তোমার শরীরের গন্ধ
খোলা চুলে ঢাকা অন্ধকার পিঠে নেমে আসা রাত
অফুন্ত করে দেয়
আমার না ফুরানো রাতকে।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment