1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 2, 2024

মায়ের মুখ

ছবি : ইন্টারনেট

মায়ের মুখ

মো-জাহিদ হাসান নয়ন

দেখেছি মা বিশ্ব ঘুরে

পাইনি কোথাও সুখ,

সুখি আমি ঘরে মাগো

দেখলে তোমার মুখ।


তোমার এই মুখ হেরি যখন

শান্তি খুঁজে পাই,

তোমার মুখের হাসি মাগো

অন্য কোথাও নাই।


তোমারি মুখ দেখলে মাগো

থাকে না আর ভয়,

বুকের সাহস বেড়ে তখন

বিশ্ব করি জয়।

মাগো তোমার হাসি যতো

আমার পানে দাও,

সুখে দুখে পাশে থেকো

ভালোবাসা নাও।।।

...(সমাপ্ত)...





No comments:

Post a Comment