ছবি : ইন্টারনেট |
পাখি আমার
ক্ষুদিরাম নস্কর
বাঁধতে আমি চাইনি
তোকে বেঁধেছিলিস তুই
কে জানতো হায় ভালোবাসায়
এক হয়ে যায় দুই
পাখি আমার পোষা পাখি
হৃদয় জোড়া ধন
কোথায় গেলি আমায়
ছেড়ে
বড় ব্যথায় মন
নিস্ব এ মন,
তোকে পেয়ে পূর্ণতা পায় প্রাণ
হঠাৎ হৃদয় সাগর জুড়ে
এসেছিল বান।
সেই সাগরে ভাঁটা এখন
পাল্টে গেছে রূপ
পড়ে থাকি মৃতের মত
ভীষণ রকম চুপ
মন বোঝেনা মনকে বোঝাই
যা হবার তা হোক
জীবন মানে ওঠা পড়া
কি লাভ করে শোক!
সুখ যেথা পায় থাক
গিয়ে ও মন থেকেই তো চাই
আমার কথা না ভাবুক
ও
দুঃখ যতই পাই।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment