ছবি : ইন্টারনেট |
দুর্গা বিসর্জন
সমীরণ দাস
দুর্গাপুজো দুর্গাপুজো মনে খুশির ঢেউ।
ফুটপাতের ওই দুর্গা মরে,খবর রাখে কেউ।
খুঁটি পুজোয় যাত্রা শুরু, হরেক রকম সাজ।
দুর্গা কেবল পায়না খেতে কাজের পরে কাজ।
বাসন মাজা,কাপড় কাচা, চলছে অন্তহীন।
আমার দুর্গা মুখ বুজে সয় কষ্ট রাত্রি দিন।
খাবার সময় দুটি রুটি,খিদে সারাক্ষণ।
কথা বললেই লাঠি র প্রহার,চলে নির্যাতন।
এদের নিয়ে কেউ ভাবেনা কেউ ধরেনা ঘিরে।
এরা বুঝি হারিয়ে যাবে
দুর্গাপুজোর ভিড়ে।
...(সমাপ্ত)...
No comments:
Post a Comment