1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, October 2, 2024

ছড়ার তালে

ছবি : ইন্টারনেট

ছড়ার তালে

গোবিন্দ মোদক

ছড়ার তালে দুলছি আমি, দুলছে ছড়ার বই

দুলছে টিনের চালের ঘর, দুলছে বাঁশের মই!


দুলছে দেখি আমগাছটাও, দুলছে গোয়াল ঘর

দুলছে বিলের ওপর সাঁকো, ময়নামতির চর!


স্নানের ঘাটে দুলছে কাকি, দুলছে সাধন বিশে

দুলতে দুলতে ছায়াগুলো যাচ্ছে সবই মিশে!

 

ছড়ার তালে উড়ছি আমি, উড়ছে ছড়ার বই

চিঁড়ে মুড়িও উড়ছে কেমন, উড়ছে মোয়ার খই!


উড়ছে বাবার জামা ধুতি, উড়ছে মায়ের শাড়ি

উড়তে চেষ্টা করছে ভীষণ শিবু কাকার বাড়ি!

তালগাছটাও চায় উড়তে, উড়তে যে চায় শাল

বটের ছায়ায় খুব উতলা — সদ্য কাটা খাল!


ছড়ার তালে ভাসছি আমি, ভাসছি ছড়ার বই

ভাসছে বোঁদে, মিহিদানা, ভাসছে শীতল দই!


ভাসছে খাজা দরবেশ আর মণ্ডা মিঠাই যতো

ভেসে যাচ্ছে পুণ্যিপুকুর — মা কাকিমার ব্রত!

 

ভাসার তালে ভাসছে ছড়া গাইছে কতো গান

বলছে ডেকে- পড়লে ছড়া জুড়ায় সবার প্রাণ!

...(সমাপ্ত)...


No comments:

Post a Comment