1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, January 1, 2020

ক্ষমা কোরো বাবা



                                                                                         ...অনিন্দ্য পাল    



আমার কান্ডে এখন শাখা প্রশাখা এবং নতুন পাতা
পাখি, ফুল যে নেই তা নয়
গভীরে প্রোথিত শিকড়ে অফুরান পুষ্টি রস
আমাকে দেখে আমারই সম্ভ্রম হয়!

এত সবুজ, এত আলো
এত ছায়া, সবই ভালো
তবু হঠাৎ মধ্যরাতে কখনো ঘুম ভেঙে
হেরে যাই নিজের কাছে,

কোন এক সন্ধ্যা দাঁড়ায় সামনে এসে
স্পষ্ট দেখি সেই অলাজ 'আমি', ক্রৌঞ্চ বেশে
বিষাক্ত এক অন্ধকার আমার দোসর
আমার তখন অসুরদশা, অন্যায় অবসর ...

বাবাকে আর বলতে পারবো না, "ক্ষমা করো "
সে ভবিষ্যৎ মুছে গেছে, আর আসবেনা কোনদিন
তবু অতীতের গর্ভপথে পিছলে পড়ি যখন
দেখি বসে আছে বাবা, তেমনি স্পষ্ট হেসে
 ইথারে ভাসছে কথা-
 "এত গরম কেন- একটু হাওয়া করো"


biltupal2009@gmail.com
দঃ চব্বিশ পরগনা 






No comments:

Post a Comment