1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, January 1, 2020

চা খেয়ে যাচ্ছি



                                                                                      ...রাজদীপ ভট্টাচার্য
ওই যে তেলের ছ্যাঁকছেঁকে শব্দ
রান্নাঘরে হাতা-খুন্তি-কড়াই এর আওয়াজ
এইসব পেরিয়ে একদিন চলে যাব।
ধুপধাপ পায়ের শব্দ আমার ছেলের
ছাদ থেকে হুড়মুড়িয়ে নেমে আসছে।
আরতি মুখার্জির গান গাইতে গাইতে
ডালে সম্বর দিচ্ছে আমার বউ।
রাস্তা উজিয়ে আসা রিক্সার ভেঁপু
গাড়ির হর্ণ, মোবাইলের রিংটোন,
বিশেষ বিশেষ খবর - সব সরিয়ে রেখে যেতে হবে।
পঞ্চভূতে লুটেপুটে খাবে আনখশির আমাকে।

এখন আর এক কাপ চা খাওয়াবে কেউ আমায়!
প্লিজ, একটু বেশি চিনি দিও আমারটায়।

rajdipb1976@gmail.com

No comments:

Post a Comment