1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Wednesday, January 1, 2020

ঘুম


                                                           ...জয়ন্ত চট্টোপাধ্যায়
মরা আকাশের কান্না শুনতে শুনতে
পার হয় পাথুরে প্রান্তর
মাপা হয় না গভীরতা ভেজা মাটি
চারণ শেষে পরিমাখা জল চাখে
ক্লান্ত জিভের তীক্ষ্ণতা।

দিনের উষ্ণতা বাজা প্রাণের স্পন্দনে
রমণীয় বন্যতা ভেঙে দেয় নাইটবারের
চতুঃসীমা ঘনমান প্রাণের প্রহরে......

রাত্রি যেন ক্লান্ত এক কৈশোরবেলা
মাত্রাহীন কাজ সেরে আলপথে এলিয়েছে দেহ
মন্থর রূপান্তর আরো গতিহীন
হাওয়া বলে আমি আছি
ঝিঁঝি বলে বাজি......
কয়েকটি ধূসর শেয়াল টেবিলঘড়ির মতো জাগে
বাঁচার সংকেত আছে তাই
ঘুম আসে... ঘুম আসে... স্বপ্নময় ঘুম।

chattopadhyayjayanta59@gmail.com
বাঁকুড়া

2 comments: