...তুলসীদাস ভট্টাচার্য
মনের ভেতর মেঘের
ঘনঘটা
বারান্দায় ভেজা
পায়ের ছাপ
খোলা বোতামের
নিচে বৃষ্টিপাতের শব্দ
খেয়ালই নেই
রাত্রি কত হল!
ঘনীভূত মেঘ থেকে
ঝরে পড়া বৃষ্টিফোটা
জমিয়ে রাখি খরা
মরশুমের জন্য
যখন মাটিতে ফুটে
ওঠে ফাটলের দাগ।
বরফকুচির উপর
সূর্যের আলো পড়তেই
হীরের মত ঝলমল করে ওঠে রাতের প্রতিশব্দ।
বাঁকুড়া
tulasidas1966@gmail.com

No comments:
Post a Comment